গাবতলীতে পোনামাছ অবমুক্ত করলেন ইউএনও রওনক জাহান

প্রকাশ : 2022-09-22 19:32:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

গাবতলীতে পোনামাছ অবমুক্ত করলেন ইউএনও রওনক জাহান

২০২২-২৩ইং অর্থবছরের রাজস্ব খাতে প্রাতিষ্টানিক জলাশয়ে বৃহস্পতিবার বগুড়ার গাবতলী মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচীর উদ্বোধন করেন ইউএনও মোছাঃ রওনক জাহান। 

এসময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আব্দুর রউফ, জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবীর আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও রেকসানা আকতার, উপজেলা আ’লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রিপন কুমার সাহা, উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ শাহীন আলম, সমাজসেবা কর্মকর্তা আব্দুল হান্নান সরদার, সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না, ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ, আব্দুল রশিদ মোল্লা, পৌর মৎস্যজীবি লীগের সদস্য সচিব লেমন পাইকার, উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী আব্দুর রশিদ প্রমূখ। উল্লেখ্য, ১১টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩শত ৭৪কেজী পোনামাছ অবমুক্ত করা হয়।