গাবতলীতে পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ : 2022-11-05 19:00:42১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়ার গাবতলী উপজেলার শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার বগুড়ার গাবতলী পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাগর কুমার রায়। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধন্য গোপাল সিংহ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চন্দ্র শেখর রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোছাঃ রওনক জাহান, ওসি সনাতন চন্দ্র সরকার, উপজেলা আ’লীগের সভাপতি আঃ রাজ্জাক মিলু, সিনিয়র সহ-সভাপতি আঃ গফুর, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চ ল মোহন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাস এবং কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা অরুন কান্তি রায়। আরো বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নিকুঞ্জ কুমার পাল ও সুশীল কুমার শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রায় প্রমুখ। অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে ধন্য গোপাল সিংহকে সভাপতি, রণজিত চৌধুরী সিনিয়র সহ-সভাপতি, চন্দ্র শেখর রায় সাধারণ সম্পাদক, বিমল চন্দ্র রায় যুগ্ম সাধারণ সম্পাদক এবং শংকর কুমার রায়কে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।