গাবতলীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১ জনের মৃত্যু

প্রকাশ : 2023-01-29 15:02:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

গাবতলীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১ জনের মৃত্যু

বগুড়া গাবতলীর কাগইলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জালাল ফকির (৫০)নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়সুত্রে জানাগেছে, ২৭শে জানুয়ারী শুক্রবার সন্ধ্যারাতে উপজেলার কাগইল ইউনিয়নের কৈঢোপ গ্রামের ছুনছু ফকিরের পুত্র হান্নান ফকিরের নিজস্ব ট্রাক
(জ্যাক) গাড়ী বিক্রির জন্য নিজেই ড্রাইভার সেজে ট্রায়েল দেওয়ার সময় গাড়ীর নিয়ন্ত্রন হারিয়ে একই গ্রামের মৃতঃ ফকির চানের পুত্র জালাল ফকির নামে এক ব্যক্তি তার নিজ বাড়ির সামনেই গাড়ীর চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার নিয়ে য়ায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে দেখে মৃত্য বলে ঘোষনা করেন। এঘটনায় ট্রাক চালক ট্রাকটি রেখে দ্রুত পালিয়ে যায়। তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বাদী পক্ষের অভিযোগ পেলেই মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।