গাবতলীতে জাতীয় সমবায় দিবস পালিত
প্রকাশ : 2022-11-05 19:07:02১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার বগুড়ার গাবতলীতে বর্ণাঢ্য সমবায় র্যালী শেষে সভা ও পুরস্কার বিতরন করা হয়েছে। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ রফি নেওয়াজ খান রবিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রওনক জাহানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও রেকসেনা আকতার।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া। প্রভাষক উজ্জল কুমার ঘোষ এর স ালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, নাড়ুয়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হুমায়ন আলম চান্দু, মিল্কভিটার ম্যানেজার ডাঃ বিপ্লব চন্দ্র অধিকারী, উপজেলা সমবায় অফিস এর সহকারী পরির্দশক মোজাম্মেল হক, আওলিয়া পারভীন, সফল সমবায়ী পাপিয়া আক্তার, শাহীন সুলতানা সীমা, জুলফিকার আলী শ্যামল, মতিয়ার রহমান প্রমূখ। সমবায় দিবসে সফল সমবায়ী ও শ্রেষ্ঠ সমবায় সমিতির মধ্যে মোট ১৬টি বিশেষ পুরস্কার প্রদান করা হয়।