গাবতলীতে ক্যান্সার রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ 

প্রকাশ : 2022-04-28 10:26:26১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

গাবতলীতে ক্যান্সার রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ 

বগুড়ার গাবতলী উপজেলা সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, থ্যালাসামিয়া, জন্মগত হৃদরোগ ও স্ট্রোকে প্যারালাইজড রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদের নিজ কার্যালয়ে উপজেলার ২০জন রোগীর মাঝে জনপ্রতি ৫০হাজার টাকা অনুদানের চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হান্নান সরকার ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহজাহান আলী। বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদ ২০২০-২০২১অর্থ বছরের ১ম ও ২য় বরাদ্দের এই অর্থ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।