গাবতলীতে কারাবন্দী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান 

প্রকাশ : 2024-01-17 18:32:34১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

গাবতলীতে কারাবন্দী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান 

বুধবার (১৭ই জানুয়ারি২৪) বগুড়ার গাবতলীতে কারাবন্দী ৬পরিবারের সদস্যদের শান্তনা ও খোঁজখবর নিতে গিয়ে নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।

কারাবন্দীরা হলেন নেপালতলী ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি দক্ষিনপাড়া গ্রামের আলম প্রাং, গাবতলী পৌর এলাকার ১নং ওয়ার্ডের জয়ভোগা ভাঙ্গনপাড়া গ্রামের শ্রমিকদল নেতা রাসেল আহম্মেদ, পৌর এলাকার ৭নং ওয়ার্ডের উঞ্চুরখী গ্রামের যুবদল নেতা হাবিব মন্ডল, পৌর এলাকার ৫নং ওয়ার্ডের ছোট গোড়দহ গ্রামের ছাত্রদল নেতা শামীম মন্ডল, পৌর এলাকার ৫নং ওয়ার্ডের গোড়দহ উত্তরপাড়া গ্রামের ছাত্রদল নেতা হাসানুর রহমান, গাবতলী সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের চকবোচাই গ্রামের বিএনপি নেতা শিকোয়ার হোসেন আলম।

এ সময় উপস্থিত ছিলেন গাবতলী পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপু, সাবেক আহবায়ক ডাঃ ছাবেদ আলী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, বিএনপির নেতা নুরুন্নবী, সজিব আহম্মেদ, আ্দুল করিম, জিসাস উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাইসুল হাসান রিয়ন, পৌর শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহতাছিন বিল্লা মুন, যুবদল নেতা আরমান হোসেন রিপন, স্বেচ্ছাসেবকদল নেতা সনজু আহম্মেদ, কারাবন্দী পরিবারের সদস্য জান্নাতী বেগম, শামীমা বেগম, আব্দুল হান্নান, শ্যামলী বেগম, উম্মে কুলসুম, মহসিন আলী’সহ দলীয় নেতৃবৃন্দ প্রমূখ।