গাড়িতে আগুন দেওয়ার সময় স্বেচ্ছাসেবক দলের দুইজন আটক
প্রকাশ : 2023-11-09 15:49:19১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রাজধানীর মগবাজারে গাড়িতে আগুন দেওয়ার সময় দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বোতলভর্তি পেট্রোল, গ্যাস লাইটার ও পুরোনো কাপড় জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়।
তারা হলেন- হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক এবাদুল ব্যাপারী (৩৭) ও হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সবুজ মিয়া (২৭)।
এ ব্যাপারে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক বলেন, মগবাজারে গাড়িতে আগুন দেওয়ার সময় বোতলভর্তি পেট্রোল, গ্যাস লাইটার ও পুরোনো কাপড়সহ দুইজনকে আটক করেছে পুলিশ। তারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
কা/আ