গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন

প্রকাশ : 2025-08-10 18:28:07১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা সহ হামলা ও নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে পঞ্চগড়ে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকেরা। 

রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় পঞ্চগড় শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে দাড়িয়ে সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা তুহিন সহত্যা সহ দেশের বিভিন্ন এলাকায় হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দেখেছি গাজীপুরের ঘটনায় আসামীদের দ্রুত গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারের পরেও হত্যাকারীদের যে অঙ্গভঙ্গি বা আচরণ আমরা দেখেছি- তাতে তারা বুঝিয়ে সাংবাদিক হত্যার কোন বিচার হয় না। সাংবাদিক তুহিন হত্যার সিসি ফুটেজে সকল প্রমাণ পাওয়া গেছে। আমাদের দাবি অতি দ্রুত যেন তাদের ফাঁসির মঞ্চে ঝুলানো হয়।” 

এতে এখন টিভির সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পঞ্চগড় পেশ ক্লাবের সাথে সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সফিকুল আলম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সারাবাংলা পত্রিকার শাহজালাল, চ্যানেল ওয়ানের আব্দুল্লাহ আল মামুন রনিক প্রমূখ।