গাজা থেকে আংশিক সেনা প্রত্যাহার শুরু ইসরায়েলের
প্রকাশ : 2025-10-12 17:10:34১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে গাজা থেকে আংশিক সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। গত শুক্রবার সকাল থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর উপত্যকার কিছু অংশ থেকে সেনা প্রত্যাহার করা হয়। ইসরায়েলি বাহিনী বলছে, তারা এমন স্থানে সরে গেছে, যেটি নিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। যদিও উপত্যকার অর্ধেক অংশ এখনো তাদের নিয়ন্ত্রণে।
শুক্রবার থেকে ইসরায়েল-গাজা সীমান্তের ‘ইয়েলো লাইন’ ক্রসিং দিয়ে সেনা ফিরিয়ে আনা শুরু হয়েছে। শনিবার পর্যন্ত গাজা সিটি এলাকার শেজাইয়া, আল তুফাহ ও জেইতুন অঞ্চল এবং দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের পূর্ব ও দক্ষিণাংশ থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, পর্যায়ক্রমে গাজার অন্যান্য এলাকা থেকেও সেনা প্রত্যাহার করা হবে।
চুক্তি অনুযায়ী, হামাসকে সোমবার স্থানীয় সময় ১২টার মধ্যে সব জিম্মিকে মুক্তি দিতে হবে। এর মধ্যে ২০ জন জীবিত আছে বলে মনে করা হয়। আর ২৮ জনের দেহাবশেষ রয়েছে হামাসের কাছে।
এদিকে ধ্বংসস্তূপের মাঝেই নিজ নিজ এলাকায় ফিরছেন হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর ব্যাপক বোমা হামলা চালানো উত্তর গাজার বিভিন্ন এলাকাও রয়েছে।
শনিবার সন্ধ্যা পর্যন্ত কয়েক লাখ মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ এলাকায় ফিরে গেছেন। যানবাহনের স্বল্পতা ও তেলের সংকটের কারণে অধিকাংশই ফিরছেন পায়ে হেঁটে। দক্ষিণ গাজার আশ্রয়কেন্দ্র থেকে মধ্য ও উত্তর গাজার দিকে যাত্রাপথ হিসেবে ফিলিস্তিনিরা ব্যবহার করছেন সমুদ্রতীরবর্তী আল রশিদ স্ট্রিট এবং সালাহ আল দীন রোড।
ইসরায়েলের টানা দুই বছরের হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে, বাকি ১০ শতাংশও ক্ষতিগ্রস্ত। ধ্বংস হওয়া ভবনের বড় অংশই বসতবাড়ি। এই সময়ে যারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে চলে যান, তাদের অধিকাংশের বাড়িঘর এখন ধ্বংসস্তূপ। ফলে অনেকে তাঁবু খাটিয়ে বসবাস শুরু করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যুদ্ধবিরতি ও জিম্মি ফেরানোর পরিকল্পনার প্রথম ধাপ ইসরায়েলের অনুমোদনের পর এ যুদ্ধবিরতি কার্যকর হয়। পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা চলছে।
গত ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন পরিকল্পনার ঘোষণা দেন ট্রাম্প। হামাস ও ইসরায়েল উভয় পক্ষের সম্মতির পর ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।