গাইবান্ধা-৫ সংসদীয় আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
প্রকাশ : 2022-10-12 11:05:02১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
গাইবান্ধা-৫ সংসদীয় আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।বুধবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগের আনঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম।
এখানে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন, জাতীয়পার্টির প্রার্থী অ্যাডভোকেট গোলাম শহীদ রঞ্জু, বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ ও মাহবুবুর রহমান।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে সব ভোটকেন্দ্র ও কক্ষে সিসিটিভি স্থাপন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকায় মোট এক হাজার ২৪২টি সিসিটিভি বসানো হয়েছে। ১৪৫টি ভোটকেন্দ্রের ভেতরে দুটি করে ২৯০ এবং ৯৫২টি ভোটকক্ষের সবকটির ভেতরে (গোপন বুথ ছাড়া) থাকবে সিসিটিভি।
রির্টানিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, নির্বাচনে ভোটার ও প্রার্থীদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ আসনের সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে। কোনো ভোটকেন্দ্রে আইনবহির্ভূত কর্মকাণ্ড হলেই সে কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে। ভোটগ্রহণের শুরুতে ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এই আসনের দুই উপজেলায় মোট ১৭ ইউনিয়নের ১৪৫টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। তার মধ্যে ফুলছড়ি উপজেলায় ৫৭টি ও সাঘাটা উপজেলায় ৮৮টি কেন্দ্র রয়েছে। এই দুই উপজেলার সাঘাটায় ২ লাখ ২৫ হাজার ৭০ জন ও ফুলছড়ি উপজেলায় ১ লাখ ১৪ হাজার ৬৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এছাড়া নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের ৯ টিম, ৪ প্লাটুন বিজিবি, ৫টি স্ট্রাইকিং ফোর্স, ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ ও আনসারের সমন্বয়ে ৬টি মোবাইল টিম মাঠে কাজ করছেন। সেই সঙ্গে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ১৪৫ জন প্রিজাইডিং অফিসার, ৯৫২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৯০৪ জন পোলিং অফিসার।
গত ২৩ জুলাই সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা ৫ আসনটি শূন্য হয়। যার ফলে সংসদীয় এই আসনে আজ ১২ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।