গাংনীতে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনার ছয় ডাকাত গ্রেপ্তার
প্রকাশ : 2022-10-16 15:28:19১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেহেরপুরের গাংনী উপজেলার তিনটি ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ ৬ জন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল গোলচত্তর ট্রাফিক বক্সের সামনের থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি মিনিট্রাক, মোবাইল ফোন, নগদ টাকা ও একটি সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গাংনী উপজেলার বামুন্দী-হাটবোয়ালিয়া সড়কে ছাতিয়ান ছিটিগাড়ী মাঠে ডাকাতি, ২৪ সেপ্টেম্বর রাতে বামন্দী-দেবীপুর সড়কে ডাকাতি ও ১১ অক্টোবর কামারখালী-ছাতিয়ান গ্রামের মাঝামাঝি ছাতিয়ান গড়ামাঠ এলাকায় ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নওদাপাড়ার শাহজামাল (৩০), খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামের ডাংগীপাড়ার বাসিন্দা আলতাফ মন্ডল (৬০), কুষ্টিয়া সদর উপজেলার বোয়ালদহ গ্রামের সোহেল হোসেন(৩০), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাজানগর চাষীক্লাবপাড়ার বাসিন্দা সালাউদ্দিন(৪০), মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের আরিফুল ইসলাম ওরফে খোকন ওরফে প্রতীক (২৮) একই উপজেলার সোনাপুর গ্রামের তরিকুল ইসলাম(২৫)।
আজ রবিবার সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপার রাফিউল আলম তাঁর কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন। এসময় তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, বামুন্দি এলাকায় ডাকাতির ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার, গাংনী থানা, জেলা গোয়েন্দা শাখা, পুলিশের সাইবার ক্রাইম টিম মিলে ডাকাত সদস্যদের গ্রেপ্তার করতে কাজ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন থেকে ডাকাতির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। দিনে বেলায় তারা ট্রাক চালান। রাতের বেলায় সংগঠিত হয়ে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা , ঝিনাইদহ এলাকাতে ডাকাতি করে।