গাংনীতে ভারতীয় ১৫ বোতল মদসহ ২জন আটক
প্রকাশ : 2021-07-26 15:09:46১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে পশ্চিম মোল্লা পাড়ায় অভিযান চালিয়ে ভারতীয় ১৫ বোতল মদসহ ২ জনকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে হাড়াভাঙ্গা গ্রামে পশ্চিম মোল্লা পাড়ায় অভিযান চালিয়ে ভারতীয় ১৫ বোতল মদসহ ২জনকে আটক করে।
আটককৃতরা হলেন- গাংনী উপজেলার সীমান্তবর্তি সহড়াতলা গ্রামের মধ্যপাড়ার মৃত জৌলুস মন্ডলের ছেলে জিয়ারুল মন্ডল (৩৫) ও একই গ্রামের আছের মন্ডলের ছেলে আরিফ মন্ডল (৩৮)।
এসময় ডিবির এস আই (নিঃ) অজয় কুমার কুন্ডু ও বিশ্বজিৎ সরকার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স হিসাবে উপস্থিত ছিলেন এএসআই (নিঃ) মাহাতাব আলী।
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি জুলফিকার আলী জানান, হাড়াভাঙ্গা গ্রামের মোল্লাপাড়া থেকে মাদক পাঁচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটিদল অভিযান চালিয়ে ২জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ভারতীয় ১৫ বোতল মদ উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ২৪(ক) ধারায় গাংনী থানায় রবিবার রাতে মামলা রুজু হয়েছে। মামলা নাম্বার-১২।