গাংনীতে করোনা ভাইরাস প্রতিরোধে থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ
প্রকাশ : 2021-03-21 19:47:08১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেহেরপুরের গাংনীতে করোনাভাইরাস প্রতিরোধে থানা পুলিশের উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০ টার দিকে গাংনী বাসস্ট্যান্ডে পথচারী, ক্রেতা ও বিক্রেতাদের মাঝে মাস্ক ব্যবহার নিশ্চিত করণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এ কর্মসূচির নেতৃত্ব দেন গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান। কর্মসূচিতে সেকেন্ড অফিসার হাবিবুর রহমানসহ থানা-পুলিশের পুরুষ ও নারী সদস্যরা কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন। এ সময় গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপনসহ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচির বাস্তবায়ন কালে সংক্ষিপ্ত আলোচনায় গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, দ্বিতীয় ধাপে করোনা পরিস্থিতি কিছুটা বৃদ্ধি পাচ্ছে সে কারণে সচেতনতার বিকল্প নাই। তাই করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে নিজ নিজ কর্মক্ষেত্রে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে হবে। গাংনী থানা পুলিশ এ কর্মসূচি অব্যাহত রাখবে এবং পরবর্তী কর্মসূচিগুলোতে জনগণকে সচেতন করার জন্য একজন মেডিকেল অফিসার সাথে রাখারও আশাবাদ ব্যক্ত করেন তিনি।