গাংনীতে আনসার ও ভিডিপি’র মত বিনিময় সভা ও সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ : 2021-09-21 09:49:51১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেহেরপুরের গাংনী উপজেলা আনসার ও ভিডিপি অফিসের আয়োজনে গাংনী উপজেলা আনসার ও ভিডিপির মত বিনিময় সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে মত বিনিময় সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যাট রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানার সেকেন্ড অফিসার ইন্সপেক্টর শাহ আলম ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মামুনুর রহমান। মত বিনিময় সভা ও সমাবেশে সাংবাদিক আমীরুল ইসলাম আলড্রামের স ালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাংনী উপজেলা প্রশিক্ষক উর্মিলা বিশ্বাস, দলনেতা হোসেন আলী, নুরুন্নাহার প্রমুখ। সমাবেশ অনুষ্ঠানে আনসার ও ভিডিপি’র উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় ৬ জন দলনেতার মাঝে সাইকেল বিতরণ সহ ৫৩ জনের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।