গরু চুরি করতে দেখে ফেলায় মালিককে ছুরিকাঘাত করে পালালো দুর্বৃত্তরা
প্রকাশ : 2025-11-19 17:58:49১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরের ডাসারে গরু চুরি করতে এলে দেখে ফেলেন গোয়াল মালিক আবু বেপারী ও তার ছোট ভাই রাসেল বেপারী। এ সময় চুরি করতে বাধা দেয়ার চেষ্টা করলে রাসেল বেপারীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্ত চোরচক্র। বুধবার ভোররাতে উপজেলার পূর্ব ডাসার বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় গরুর গোয়াল মালিকদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে।
গরুর মালিক আবু বেপারী জানান, আমার গোয়াল ঘরে তিনটি গরু ছিল। ভোররাতে বাড়ির পাশে ট্রাক রেখে চুরি করতে আসে চোরচক্র। তাদের উপস্থিতি টের পেয়ে আমি আমার ছোট ভাইকে নিয়ে গোয়াল ঘরের কাছে গিয়ে তাদের বাধা দেয়ার চেষ্টা করি এবং তাদের চুরির কাজে ব্যবহৃত ট্রাকটি আটকাতে গেলে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে তারা আমার ছোট ভাই রাসেল বেপারীকে জখম করে। আমি চিৎকার করলে দ্রুত ট্রাক নিয়ে ঘটনস্থল থেকে পালিয়ে যায় চোরচক্র। পরে আমার ভাইকে প্রতিবেশীদের সহায়তায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাই। সংঘবদ্ধ চক্রে ৫-৬ জন চোর ছিল।
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। খোঁজ নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।