গরুর চামড়ার দাম বাড়লেও অপরিবর্তিত থাকছে খাসি ও বকরির চামড়ার দাম
প্রকাশ : 2023-06-25 16:54:28১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
এ বছর ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করেছে সরকার। গত বছর এই দাম ছিল ৪৭ থেকে ৫২ টাকা। আর ঢাকার বাইরে লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ থেকে ৪৮ টাকা। গতবার ছিল ৪০ থেকে ৪৪ টাকা। তবে গরুর চামড়ার দাম বাড়লেও অপরিবর্তিত থাকছে খাসি ও বকরির চামড়ার দাম।
আজ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা–সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, এ বছর গরুর চামড়ার দাম বেড়েছে ৬ শতাংশ।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘খাসি ও বকরির চামড়ার দাম বাড়াতে চাই না। কারণ, এগুলোর সংখ্যা বেশি।’ তিনি আরও বলেন, ‘খাসির চামড়া প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা আর বকরির দাম ১২ থেকে ১৪ টাকা থাকছে।’
এক সাংবাদিকের প্রশ্ন ছিল, প্রতিবারই দাম নির্ধারণ করা হয়, তবু ট্যানারিমালিকেরা সিন্ডিকেট করে দাম কমিয়ে ফেলেন, এ বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেবে কি না। তখন মন্ত্রী বলেন, ইচ্ছা করে, কারসাজি করে কেউ যদি চামড়ার দাম কমিয়ে দেয়, তখন সরকার কাঁচা চামড়া (ওয়েট ব্লু) রপ্তানির অনুমতি দেবে।
এ বছর লবণ উৎপাদনে রেকর্ড হওয়ার পরও কেন লবণের দাম বাড়ছে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী লবণের দাম যৌক্তিক নয় বলে মন্তব্য করেন। এটা শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব বলে জানান তিনি। তবু মন্ত্রী শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন ও প্রয়োজনে যাঁরা লবণ মজুত করছেন, সেখানে হানা দেবেন বলে জানান।
বৈঠকে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ফয়জুল ইসলামসহ চামড়া খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।