গরম ভোগাবে আরও দু–তিন দিন, বৃষ্টির সম্ভাবনা নেই

প্রকাশ : 2021-04-26 11:56:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

গরম ভোগাবে আরও দু–তিন দিন, বৃষ্টির সম্ভাবনা নেই

সারাদেশেই চলছে তীব্র দাবদাহ। এই দাবদাহ সামনের আরও দুই থেকে তিনদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

সোমবার সকালে আবহাওয়াবিদ আবদুর রহমান খান গণমাধ্যমকে বলেন, ‘আজও তাপমাত্রা মোটামুটি গতকাল রবিবারের মতোই থাকবে, বৃদ্ধি পাওয়ার আশঙ্কা কম। আরও দুই থেকে তিন দিন তাপমাত্রা এমনই থাকবে। এরপর একটু মেঘলা হয়ে আসতে পারে। রাজশাহী, কুষ্টিয়া, যশোর, ঢাকা, খুলনা এলাকাতে তাপমাত্রা বেশি থাকতে পারে।’

পূর্বাভাসে বলা হয়, আজ সোমবার বরিশালের তাপমাত্রা থাকতে পারে ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ময়মনসিংহ ৪১ দশমিক ১, রংপুরে ৩৯ দশমিক ৭, সিলেটে ৩৯ দশমিক ২, চট্টগ্রামে ৩১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া খুলনায় তাপমাত্রা ৪০ দশমিক ২, রাজশাহীতে ৪০ দশমিক ৩, ঢাকায় ৩৯ দশমিক ৫, পাবনার ঈশ্বরদীতে ৩৯ দশমিক ৫, পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল।