গত ৭ দিনে সেনাবাহিনীর যৌথ অভিযানে সারাদেশে ২৭৮ জন গ্রেপ্তার: আইএসপিআর

প্রকাশ : 2026-01-23 17:27:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

গত ৭ দিনে সেনাবাহিনীর যৌথ অভিযানে সারাদেশে ২৭৮ জন গ্রেপ্তার: আইএসপিআর

গত ৭ দিনে সেনাবাহিনীর যৌথ অভিযানে সারাদেশে ২৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া, এসব অভিযানে ২২টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে আইএসপিআর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, গত ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর যৌথ অভিযানে সারাদেশে ২৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অভিযানে ২২টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৮২২ রাউন্ড গোলাবারুদ, ৭টি ককটেল, দেশীয় অস্ত্র এবং দেশি-বিদেশি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।