গণমাধ্যম কর্মীদের সাথে মেহেরপুর জেলা প্রশাসকের মতবিনিময়
প্রকাশ : 2022-03-30 09:53:26১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
চলমান কার্যক্রম ও আগামীদিনের কর্মপরিকল্পনা নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেছেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় অনুষ্ঠানে মেহেরপুরে জেলা প্রশাসক ড. মোহম্মদ মুনসুর আলম খান মেহেরপুরের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড ও আগামীদিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি আশরাফুল জামান, নেজারত ডেপুটি কালেক্টর নাহিদ হোসেন সহ স্থানীয় সাংবাদিকগন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাবেক সভাপতি আলামিন হোসেন, বাংলা ভিশন টিভির স্টাফ রিপোর্টার তুহিন অরণ্য, জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু প্রমুখ। মতবিনিময় সভায় সাংবাদিক রামিজ আহসান, মেহের আমজাদ, ফারুক মল্লিক, আবু আক্তার করন, দিলরুবা খাতুন সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।