গণপরিবহনে প্রতি আসনে যাত্রী, ট্রেনে অর্ধেক
প্রকাশ : 2022-01-15 12:23:20১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
করোনার নতুন ধরন ওমিক্রন রোধে বছরের প্রথম বিধিনিষেধের মধ্যে বাসে প্রতি আসনে এবং ট্রেনে অর্ধেক যাত্রী নিয়ে পরিবহন শুরু হয়েছে।
সরকারি বিধিনিষেধ গত ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) শুরু হলেও গণপরিবহনের ক্ষেত্রে তা কার্যকর হচ্ছে শনিবার। বিধিনিষেধে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলার কথা থাকলেও বাসের ক্ষেত্রে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েতুল্লাহ বলেন, অফিস-আদালত, কল-কারখানা, স্কুল-কলেজ সব শতভাগ চালু রেখে পরিবহন সংকট যেন না হয় সেজন্য বিআরটিসি থেকে যত আসন তত যাত্রী নিয়ে বাস চলবে বলে জানানো হয়েছে।
এক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে শতভাগ অনুসরণ করা হবে বলে জানিয়েছেন এনায়েতুল্লাহ।
গত ১০ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ট্রেন, বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। সর্বপ্রকার যানের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে।
তবে চালক ও সহকারীদের বেশিরভাগই ভ্যাকসিন নেননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের জন্য স্পট রেজিস্ট্রেশন করে ভ্যাকসিনের ব্যবস্থা করার অনুরোধ করেছেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েতুল্লাহ।