গজারি বনের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রকাশ : 2025-07-21 11:39:06১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

গজারি বনের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে গজারি বনের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রা এলাকার গজারি বনের ভেতর থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

সোমবার (২১ জুলাই) সকালে ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) তাইফুর রহমান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা পিকনিক স্পটের সামনে অজ্ঞাত ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। অজ্ঞাত ওই নারীর পরনে স্যালোয়ার-কামিজ রয়েছে। পুলিশ নারীর পরিচয় এবং হত্যার কারণ উদঘাটনে কাজ শুরু করেছে।


কা/আ