গজারিয়ায় মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

প্রকাশ : 2026-01-18 16:41:47১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

গজারিয়ায় মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

“এসো ভাই এসো বোন, লেখা-পড়ায় দেই মন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়ায় মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সকল শিক্ষার্থীর জন্য দোয়া এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের ২০নং পৈক্ষারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও পর্তুগাল প্রবাসী সাইফুল ইসলাম খোকনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত এবং পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

পৈক্ষারপাড় গ্রামের বিশিষ্ট সমাজ সেবক হাজী মো.কেরামত আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ পারভীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আঁখিনুর আক্তার প্রমুখ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা মুন্নী।

বক্তারা বলেন,শিক্ষার্থীদের নৈতিকতা ও জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা নতুন প্রজন্মের কাছে তাঁদের অবদানের স্মরণ করিয়ে দেয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং অবসরপ্রাপ্ত দুই শিক্ষকে সম্মাননা প্রদান করা হয়।