গজারিয়ায় ডাকাতির সময় হাতেনাতে এক ডাকাত আটক

প্রকাশ : 2025-11-24 17:59:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

গজারিয়ায় ডাকাতির সময় হাতেনাতে এক ডাকাত আটক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা গুয়াগাছিয়া ইউনিয়নের ভাষারচর গ্রামে ডাকাতির সময় হাতেনাতে এক ডাকাতকে আটক করেছে এলাকাবাসী। সোমবার সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটে। আটক ব্যক্তিকে পরে পুলিশ হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছয়জনের একটি ডাকাত দল টলার নৌকাযোগে ভাষারচর গ্রামে ঢুকে ডাকাতির চেষ্টা করে। পরিস্থিতি বুঝতে পেরে গ্রামবাসী মসজিদের মাইক দিয়ে ঘোষণা দিলে গ্রামজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এসময় পাঁচ সদস্য পালিয়ে গেলেও এক ডাকাতকে ধাওয়া করে ধরে ফেলে জনতা। আটক ব্যক্তির নাম রবিন (২৮), সে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতুলি গ্রামের শহিদুল্লার ছেলে।

এলাকাবাসী আটক ডাকাতকে একটি প্রাইমারি স্কুলের পরিত্যক্ত ভবনে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

গজারিয়া থানা পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি খেলনা পিস্তল, একটি চাইনিজ কুরাল ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।