গজারিয়ায় জেলা পরিষদ নির্বাচনে করনীয় বিষয়ক আলোচনা সভা  

প্রকাশ : 2022-10-15 21:42:50১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

গজারিয়ায় জেলা পরিষদ নির্বাচনে করনীয় বিষয়ক আলোচনা সভা   

মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ও ভোটারদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত। 

আজ শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে ১৭অক্টোবর জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী ও ভোটারদের আচরণ বিধি ও ইভিএম মেশিনে ভোট প্রদান সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়,উপজেলা নির্বাহী অফিসার মোঃজিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্যে রাখেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী,তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোঃইজাজ উদ্দীন, কোস্ট গার্ডের ষ্টেশন কমান্ডার বজলুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃলিটন মিয়া প্রমুখ।এছাড়াও ভোটার হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক আমিরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী,গজারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফি উল্লাহ,বাউশিয়া ইউপি চেয়ারম্যান মোঃমিজানুর রহমান প্রধান,ইমাম পুর ইউপি চেয়ারম্যান মোঃহাফিজুজ্জামান খাঁন জিতু,বালুয়াকান্দী ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুজ্জামান জুয়েল, টেংগারচর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী,হোসেন্দী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃজাহাঙ্গীর আলমসহ সকল ইউপি সদস্যবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী মোঃসাইদুর খাঁন,মোস্তফা সারওয়ার বিপ্লব প্রমুখ।

আলোচনা সভায় অতিথিরা ভোটারদের আচরণ বিধি মেনে ভোট প্রদান করার আহবান জানান।