গজারিয়ায় আওয়ামী লীগ নেতা ও ওয়ারেন্টের আসামি সহ গ্রেফতার-৯

প্রকাশ : 2024-12-11 10:30:48১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

গজারিয়ায় আওয়ামী লীগ নেতা ও ওয়ারেন্টের আসামি সহ গ্রেফতার-৯

মুন্সীগঞ্জের গজারিয়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওয়ারেন্টের আসামিসহ ৯জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার রাতভর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার কৃতরা হলেন, উপজেলার গজারিয়া ইউনিয়নের কাজিপুরা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে হাজী আহমদ উল্লাহ।তিনি ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড  আওয়ামী লীগের সভাপতি ছিলেন। জেলার সদর থানায় একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে  ইমামপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনে চার ছেলে মোয়াজ্জেম হোসেন ফেরদৌস সরকার, মানিক মিয়া, সেলিম মিয়া ও তিন ছেলে বউ শাহানুর বেগম পপি বেগম এবং ফারজানা বেগম। এরা সবাই একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। অপরদিকে এক কেজি গাঁজাসহ ইমামপুর ইউনিয়নের ষোলআনী গ্রাম থেকে পলাশ গাজী কে আটক করে। সে ষোলআনী গ্রামের শাহ আলমের ছেলে।

বিষয়টি সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।