গজারিয়ার হামদর্দ বিশ্ব বিদ্যালয়ের উদ্যোগে ৮ম ইয়োগা দিবস পালিত

প্রকাশ : 2022-06-21 21:00:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

গজারিয়ার হামদর্দ বিশ্ব বিদ্যালয়ের উদ্যোগে ৮ম ইয়োগা দিবস পালিত

মুন্সীগঞ্জর গজারিয়া উপজেলা হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উদ্যোগে ৮ম বিশ্ব ইয়োগা দিবস পালিত।  মঙ্গলবার  বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃফরিদুল হক খাঁন এম,পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ড.হাকীম মোঃইউছুফ হারুন ভূঁইয়া, বিশিষ্ট চিকিৎসক ডাঃ প্রাণ গোপাল এম,পি, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোঃ আমানুল্লাহ, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনেরর দ্বিতীয় সচিব রাজেন্দ্র সিং, মুল বক্তব্য রাখেন আইয়ুশ মন্ত্রণালয় ইন্ডিয়া ও ইউনানী চেয়ারম্যান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ  ড.মুনোয়ার হোসাইন কাজমী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডায়াবেটিক এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও ডীন,ইউনানী ও আয়ুর্বেদিক মেডিসিন অনুষদ হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয় অধ্যাপক ড.একে আজাদ খাঁন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টি লেঃকর্ণেল (অবঃ) জহিরুল আলম, মুন্সীগঞ্জ সদর সার্কেল এর এএসপি মিনহাজুল ইসলাম, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল ইসলাম চৌধুরী প্রমুখ ব্যক্তিবর্গ সহ হামদর্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।