খেরসন নগরী এখন রুশ বাহিনীর দখলে
প্রকাশ : 2022-03-02 09:40:35১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ বুধবার হামলার সপ্তমদিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।বিবিসির প্রতিবেদন।
গত ছয় দিনে রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন শহরে অভিযান চালিয়েছে। এক যোগে বিভিন্ন দিক থেকে অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী শহর কিয়েভেও অভিযান শুরু করেছে। তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ও দেশটির বেসামরিক নাগরিকরা কোথাও কোথাও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।
গতকাল মঙ্গলবার ইউক্রেনের খেরসন নগরী চারদিক থেকে ঘেরে ফেলে রুশ বাহিনী। সারাদিনের অভিযান শেষে বুধবার ভোর হতেই আড়াই লাখ মানুষের ওই নগরী রুশ বাহিনীর হাতে চলে যাওয়ার খবর পাওয়া গেল।
সেখানে রুশ সামরিক অভিযানে ২০০ শতাধিক মানুষের মত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের মধ্যে অনেকেই বেসামরিক।