খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বাস্তুহারা দলের দোয়া মাহফিল

প্রকাশ : 2025-12-03 17:42:08১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বাস্তুহারা দলের দোয়া মাহফিল

০৩ ডিসেম্বর ২০২৫ বুধবার সকাল ১০:৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান। বাস্তুহারা দলের সিনিয়র সহ-সভাপতি ড. আনিসুল আউয়াল পিএইচডি’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাস্তুহারা দলের সহ-সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন, বাস্তুহারা দলের সহ-সভাপতি ড. খন্দকার আকতার হামিদ বাবলু, সহ-সভাপতি তবারক হোসেন, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর শামসুন্নাহার, যুগ্ম সম্পাদক লায়ন জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আজাদ চয়ন প্রমুখ।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিতির মাঝে মিলাদ বিতরণ করা হয়।