খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় মালতীনগর এলাহী মসজিদ কমিটির দোয়া মাহফিল
প্রকাশ : 2022-06-17 20:09:20১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
খালেদা জিয়া রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মালতিনগর এলাহী জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে শহরের মালতীনগর এলাহী জামে মসজিদ কমিটির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কারে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ও মালতীনগর এলাহী জামে মসজিদ কমিটির আহ্বায়ক এম আর ইসলাম স্বাধীন, জেলা যুবদলের সাবেক সভাপতি ও ১১নং ওয়ার্ড কাউন্সিলর পিপার আল বখতিয়ার, শিবগঞ্জ উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহিন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, তাইজুল ইসলাম রোম, বিএনপি নেতা আহসান হাবীব লিটন, আশরাফুজ্জামান তালুকদার প্রবাল, সাবেক যুবদল নেতা মোজাম্মেল হক হিটলু,জুম্মান আলী, জাফরুল ইসলাম জিতু,বাপ্পি, রুহুল,কমরেট, হিরা,মান্না,মানিক, মামুন,জতল,কাঁকন,বিপ্লব, আকরাম, রাজিব, মোমিন,আরিফ, সোহেল, রাজ্জাক,রানা, রাসেল, সোহেল, রাঙা,শাকিল,সিজু,টগর প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মতিনগর এলাহী জামে মসজিদের ইমাম মাও: আব্দুল মতিন।