খাগড়াছড়িতে সড়ক অবরোধ, দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ

প্রকাশ : 2022-09-04 11:38:15১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

খাগড়াছড়িতে সড়ক অবরোধ, দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ

ইউপিডিএফ সংগঠক অংথোই মারমাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে সড়ক অবরোধে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

রোববার সকাল থেকে জেলার গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলা থেকে ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশে বাস, মিনিবাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে।

অবরোধের সমর্থনে মাটিরাঙা, সাপমারা ও লক্ষীছড়িতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পরেছেন সাধারণ মানুষ। নাশকতা এড়াতে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

গুইমারা থানার ওসি মুহাম্মদ রশীদ বলেন, তার এলাকার সাতটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে অবরোধকারীরা চোরাগোপ্তা হামলা করছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।