কয়লা খালাসের পরই চর থেকে নামানো হবে দুর্ঘটনাকবলিত কার্গোটি
প্রকাশ : 2022-11-12 18:22:05১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মোংলা বন্দরের পশুর নদীতে দুর্ঘটনাকবলিত কার্গো এমভি জুমায়রা-১ থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা খালাস করা হচ্ছে। ক্রেন দিয়ে কয়লা খালাস করে তা রাখা হচ্ছে পাশের আরেকটি কার্গোতে। শনিবার (১২ নভেম্বর) দুপুর ২টা পর্যন্ত খালাস হয়েছে ৪০০ টন কয়লা। কয়লা খালাস শেষে কার্গোটি নদীর চর থেকে নামিয়ে নিরাপদে নেওয়া হবে। কার্গোর সুপারভাইজার আ. আলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার সুকান ফেল করে পশুর নদীর ডুবো চরে আটকে কয়লাবাহী কার্গোটির ডেক ফেটে যায়। এরপর ঢাকার গোব ট্রেডার্স মালিকপক্ষের পাঠানো ক্রেন ও নৌযানের সহায়তায় শুক্রবার রাত ১২টা থেকে দুর্ঘটনাকবলিত কার্গো থেকে কয়লা খালাস শুরু হয়। পণ্য খালাস হলে কার্গোটি চর থেকে নামিয়ে মেরামতের জন্য নেওয়া হবে।