ক্রীড়া সংস্থায় একই পদে দুই মেয়াদের বেশি কেউ থাকতে পারবে না: আসিফ মাহমুদ

প্রকাশ : 2024-09-28 11:33:49১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ক্রীড়া সংস্থায় একই পদে দুই মেয়াদের বেশি কেউ থাকতে পারবে না: আসিফ মাহমুদ

কোনো ক্রীড়া সংস্থায় একই পদে দুই মেয়াদের বেশি কেউ থাকতে পারবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে খেলোয়াড়, কোচ, রেফারি ও সংগঠকদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি। এ সময় ক্রীড়াঙ্গনের বিভিন্ন স্তরের ২৬ জন ব্যক্তিত্ব তাদের মতামত জানান।

ক্রীড়াঙ্গনে শৃঙ্খলা ফেরাতে এবং ফেডারেশনগুলোকে সুন্দরভাবে পরিচালনা করতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সাধারণ নির্দেশনা তৈরি করছে। নিজের বক্তব্যে সে নির্দেশনা সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, কোনো ক্রীড়া সংস্থায় একই পদে দুই বারের বেশি নয়। খেলা বা ফেডারেশনের প্রয়োজনে ওই ব্যক্তি অন্য পদে কাজ করতে পারে, কিন্তু একই পদে দুই বারের বেশি নয়। অনেকেই ফেডারেশনের পদকে দায়িত্ব নয়, ক্ষমতার অংশ মনে করে। আমরা সেটা রোধে কাজ করছি।

মতবিনিময় সভায় দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার কথাও উঠে আসে। আসিফ মাহমুদ বলেন, ক্রীড়াঙ্গনে বিরাজনীতিকরণ নিয়ে আমরা কাজ করছি। একজন ব্যক্তির রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু ক্রীড়াঙ্গনে যেন প্রভাব যেন না আসে।

ক্রিকেট বাদে দেশের অন্য সকল ফেডারেশনে আর্থিক সমস্যা রয়েছে। ফেডারেশনগুলোর বাজেট বৃদ্ধির পাশাপাশি আর্থিক স্বচ্ছতাও নিশ্চিত করতে চান আসিফ মাহমুদ। তিনি বলেন, অবশ্যই খেলাধুলার জন্য বাজেট প্রয়োজন। আমরা বাজেট বৃদ্ধি ও স্পন্সরের বিষয়টি নিয়ে কাজ করছি। অনেক ফেডারেশন নিয়ে আমরা আর্থিক দুর্নীতি-অনিয়মের কথা শুনি। জাতীয় ক্রীড়া পরিষদ বা মন্ত্রণালয়ের কাছে ফেডারেশনগুলোর নিয়মিত অডিট রিপোর্ট দিতে হবে।