ক্রিকেটারদের নিজের চেষ্টা থাকতে হবে, জানতে হবে লক্ষ্যটা কী: মাহমুদউল্লাহ

প্রকাশ : 2021-12-10 18:47:49১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ক্রিকেটারদের নিজের চেষ্টা থাকতে হবে, জানতে হবে লক্ষ্যটা কী: মাহমুদউল্লাহ

একজন ক্রিকেটার নিজেই নিজের পারফরম্যান্সের উন্নতি করতে পারেন। ক্রিকেট বোর্ডের সহযোগিতা থাকবে, উন্নত অনুশীলনের সুযোগ-সুবিধাও তিনি পেতে পারেন; কিন্তু ক্রিকেটারের নিজেরই যদি একাগ্রতা না থাকে, লক্ষ্য ঠিক করে সে পথে হাঁটার দৃঢ়তা না থাকে, তাহলে কিছুই হবে না—এমনটা মনে করেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক আজ মিরপুরে বিসিবি একাডেমি কাপের উদ্বোধন করতে এসে ক্রিকেটারদের নিজের পরিশ্রমের ওপরই জোর দিয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেও সে টুর্নামেন্টে গিয়ে বাংলাদেশের ভরাডুবিই হয়েছে সুপার টুয়েলভে। এরপর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর টেস্ট সিরিজেও ধবলধোলাই হয়েছে। বিশ্বকাপের পরপরই টি-টোয়েন্টি দলে বেশ কয়েকটি পরিবর্তন এলেও পারফরম্যান্স বদলায়নি। টেস্ট সিরিজেও অভিষেক হয়েছে দুজনের। তবে ঢাকা টেস্টের অর্ধেকের মতো বৃষ্টির কবলে পড়লেও ইনিংস ব্যবধানেই হেরেছে বাংলাদেশ।

পাকিস্তান সিরিজে দল নির্বাচন নিয়ে পুরোনো প্রশ্ন উঠেছে নতুন করে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট কাঠামোতে কোনো খেলোয়াড় জাতীয় দলে পারফর্ম করতে না পেরে বাদ পড়লে তাঁর প্রত্যাবর্তনের গতিপথটা কেমন, সেটিও যেন ঠিক পরিষ্কার নয়। কোনো ক্রিকেটারকে ঠিক কোন পারফরম্যান্সের বিচারে দলে আনা হয় অথবা তাঁকে ঘিরে দীর্ঘমেয়াদি পরিকল্পনা কেমন, সব সময় স্পষ্ট হয়ে ওঠে না সেসবও। অবশ্য মাহমুদউল্লাহ বলছেন, দিন শেষে ক্রিকেটারদের পারফরম্যান্সটাই সব, ‘ভালো পারফর্ম করলে অবশ্যই আপনি নজরে থাকবেন। আপনাকে শীর্ষ পর্যায়ে খেলার সুযোগ-সুবিধাগুলো দেওয়া হবে। কিন্তু দিন শেষে নিজের ওপরও অনেক কিছু থাকে। আমি কীভাবে তৈরি হতে চাই, আমার লক্ষ্যটা কী, নিজেকে কীভাবে দেখছি আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য—এগুলো গুরুত্বপূর্ণ। আর আমার মনে হয়, বোর্ড এ (তাদের) কাজগুলো ভালোভাবেই করছে।’

গত জুলাইয়ের জিম্বাবুয়ে সফরে টেস্ট দলে ফিরে হারারের একমাত্র টেস্টের মধ্যেই এ সংস্করণ থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ। যদিও আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সম্প্রতি। আপাতত সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটেই মনোযোগ তাঁর। আগামী বছরই অস্ট্রেলিয়ার মাটিতে হবে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে বাংলাদেশের সামনে দীর্ঘ পথ, মাহমুদউল্লাহ মনে করেন তেমনই, ‘(সামনের বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স) নির্ভর করবে আমরা কেমন টি-টোয়েন্টি ক্রিকেট খেলছি। অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, অস্ট্রেলিয়ার কন্ডিশন খুবই ভালো—সমান বাউন্স থাকে, বল ব্যাটে আসে। এখন বিষয়টা আমাদের ওপর, কীভাবে আমরা সামলাতে পারি।’

তবে এ নিয়ে পরিকল্পনার ব্যাপারগুলো বোর্ডের ওপরই, মাহমুদউল্লাহ মনে করিয়েছেন সেটাও, ‘পরিকল্পনার বিষয়টা আসলে আমাদের অংশ নয় মূলত। এটা ডেভেলপমেন্টে যাঁরা আছেন বা নির্বাচক প্যানেলে যাঁরা আছেন, (টিম) ম্যানেজমেন্ট আছে, ওনারা ভালো বলতে পারবেন। আমি শুধু খেলোয়াড়ি দিক থেকে বলতে পারি, যে জিনিসগুলো হয়ে গেছে, সেগুলো নিয়ে অবশ্যই চিন্তা করতে হবে, ভবিষ্যতে এমন পরিস্থিতি এলে যেন আরও উন্নতি করতে পারি। এ জিনিসগুলো নিয়ে যেন আরও ভালো পারফরম্যান্স করতে পারি।’

বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বাছাই করা ক্রিকেট একাডেমিগুলো নিয়ে আজ শুরু হয়েছে বিসিবি একাডেমি কাপ। ১৭ থেকে ২১ বছর বয়সী ক্রিকেটাররা ৫০ ওভারের ম্যাচ খেলবেন রঙিন পোশাকে। বিভাগীয় পর্যায়ে খেলবে ৯৬টি দল। সাতটি বিভাগের সঙ্গে ঢাকা মহানগরের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে জাতীয় পর্যায়ে। জাতীয় পর্যায়ের খেলা শুরু হবে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে। প্রতিভা অন্বেষণকারীদের সঙ্গে বয়সভিত্তিক দলের নির্বাচকেরাও এসব ম্যাচ দেখে সম্ভাবনাময় ক্রিকেটার বাছাই করবেন, জানিয়েছে বিসিবি।