কোম্পানীগঞ্জ থেকে ১৮ রোহিঙ্গা আটক

প্রকাশ : 2022-08-28 10:26:52১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কোম্পানীগঞ্জ থেকে ১৮ রোহিঙ্গা আটক

নোয়াখালীর হাতিয়া দ্বীপের ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে কোম্পানীগঞ্জের স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২৭ আগস্ট) রাত ১১টার দিকে চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেড়ি বাঁধ সংলগ্ন আলমগীরের দোকানের পাশ থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গা হলেন- ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮৫ নং ক্লাস্টারের মো. তৈয়ব (৩৮), সামসিদা বেগম (৩২), মো. রেন ওয়ান (১৪), তাসমিন আরা (১২), ইয়াসমিন আরা (১০), মো. আনাস (৮), জেসমিন আরা (৬), মো. ইয়াছের (৪), মো. কাওছার (২), শাহারা বেগম (২৭), সুফিয়া (১২), সুমাইয়া (১০), শাবনুর (৬), ৮৬ নং ক্লাস্টারের ইয়াসমিন (৫), আজিজা (১৮), আজিজ খান (১), জাহিদ হোসেন (২২) ও ৭১ নং ক্লাস্টারের এবাদুল্লাহ (৩০)।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাত ৮টার দিকে উপজেলার ৮ নম্বর চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলমগীরের দোকান এলাকায় কয়েকজন অপরিচিত তরুণী শিশুসহ ঘোরাফেরা করছিলেন। বিষয়টি সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন।

পরে তাৎক্ষণিক তাদের চরএলাহী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে রাখা হয়। এরপর খবর দিয়ে রাত সাড়ে ১১টার দিকে তাদেরকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে দালালের মাধ্যমে চট্টগ্রাম এবং কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে আসে এসব রোহিঙ্গারা। তাদেরকে কারা সাগরপথে এখানে নিয়ে এসেছে সে বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটক রোহিঙ্গাদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।