কোপা আমেরিকায় তৃতীয় স্থান অর্জন করলো আর্জেন্টিনা

প্রকাশ : 2022-07-30 10:37:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কোপা আমেরিকায় তৃতীয় স্থান অর্জন করলো আর্জেন্টিনা

প্যারাগুয়েকে হারিয়ে নারীদের কোপা আমেরিকায় তৃতীয় স্থান অর্জন করলো আর্জেন্টিনা। আজ শনিবার (৩০ জুলাই) ভোরে কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছে আকাশী-নীল জার্সিধারীরা।

শুরুতে অবশ্য পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনাই। ৩৯তম মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে প্যারাগুয়েকে এগিয়ে দেন রোমিনা নুনেজ। এরপর প্রথমার্ধ তো বটেই দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময় পিছিয়েই থাকে আর্জেন্টিনা।

গোল শোধে মরিয়া আর্জেন্টাইনরা সমতায় ফেরে ৭৮তম মিনিটে। গোলটি করেন স্ট্রাইকার ইয়ামিলা রদ্রিগেস। এরপর আবার কিছুক্ষণ গোলখরা। তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফ্লোরেন্সিয়া বনসেগুন্দোর দুর্দান্ত গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরের মিনিটে ব্যবধান আরও বাড়ানোর পাশাপাশি জোড়া গোল পূর্ণ করেন ইয়ামিলা।

এর আগে সেমিফাইনালে স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোল ব্যবধানে হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে যায় আর্জেন্টিনা। অন্য সেমিফাইনালে প্যারাগুয়েকে ২-০ গোল ব্যবধানে হারিয়ে অষ্টম শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল।

আগামী ৩১ জুলাই শিরোপার লক্ষ্যে এস্তাদিও অলফনসো লোপেজ স্টেডিয়ামে শিরোপার জন্য লড়াই করবে কলম্বিয়া ও ব্রাজিল।