কোনো ক্রিকেটারকেই ‘ব্যাটসম্যান’ বলা যাবে না, বলতে হবে ‘ব্যাটার’

প্রকাশ : 2021-09-23 15:19:02১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কোনো ক্রিকেটারকেই ‘ব্যাটসম্যান’ বলা যাবে না, বলতে হবে ‘ব্যাটার’

সাকিব, মুশফিকদের আর ‘ব্যাটসম্যান’ বলা যাবে না। কোনো ক্রিকেটারকেই ‘ব্যাটসম্যান’ বলা যাবে না, বলতে হবে ‘ব্যাটার’। অর্থাৎ ক্রিকেটে বহুল প্রচলিত ‘ব্যাটসম্যান’ শব্দটি আর থাকছে না। শব্দটি মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। 

গত বুধবার এক বিজ্ঞপ্তিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে এমসিসি। এমন সিদ্ধান্তের নেপথ্যে একমাত্র কারণ ক্রিকেটে নারীদের অগ্রগামিতা। এর আগে এমসিসি নারী ক্রিকেটারদের বেলায়  ‘ব্যাটসমেন’ বলার নিয়ম করলেও তাদের ক্ষেত্রে  ‘ব্যাটার’ শব্দটি ব্যবহার হয়ে আসছে।

তাই এবার এক শব্দে গিয়ে থামতে চাইছে এমসিসি। এখন থেকে ছেলে ও মেয়ে দুই ধরনের ক্ষেত্রেই ব্যবহার করা হবে ‘ব্যাটার’ শব্দটি। ইতোমধ্যেই নিজেদের ডিজিটাল প্লাটফর্মে এর ব্যবহার শুরু করেছে আইসিসি। 

বিবৃতিতে বুধবার এমসিসি জানায়, ‘খেলাটির প্রতি এমসিসির বৈশ্বিক দায়িত্ববোধের অপরিহার্য অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে।’

এ বিষয়ে এমসিসির ক্রিকেট ও অপারেশন্সবিষয়ক সহকারী সচিব জেমি কক্স বলেছেন, ‘এমসিসি বিশ্বাস করে, ক্রিকেট খেলাটি সবার জন্যই এবং আধুনিক যুগে খেলাটির বদলে যাওয়া চিত্রকেই তুলে ধরছে এই পদক্ষেপ। ‘ব্যাটার’ শব্দটি খেলাটার সঙ্গে সম্পৃক্ত অনেকে ইতোমধ্যে এটি গ্রহণ করে নিয়েছে।’