কোনো একটা চক্র সাম্প্রদায়ীক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে: মাহি বি চৌধুরী

প্রকাশ : 2021-10-17 18:26:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কোনো একটা চক্র সাম্প্রদায়ীক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে: মাহি বি চৌধুরী

কোনো একটা চক্র  সাম্প্রদায়ীক সম্প্রীতি নস্ট করার চেস্টা করছে । উদ্দেশ্যমূলক ভাবে স্বার্থান্বেষী মহল এ ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন মুন্সীগঞ্জ-১(সিরাজদিখান-শ্রীনগর) আসনের সংসদ সদস্য মাহি বদরোদ্দোজা চৌধুরী। আজ রবিবার বিকাল ৩টায় মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার রশুনিয়া দায়িাপাড়া শ্মশানঘাটে কালী মন্দিরের  ৬টি মূর্তি ভাংগা মন্দির  পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। মাহি বি চৌধুরী আরও বলেন, এই ঘটনায় যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে,তাদেরকে খুজে বের করা হবে, কেউ ছাড় পাবে না। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্যপরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী,সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক জয়হরি মল্লিক, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, সিরাজদিখান হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্যপরিষদ সাধারণ সম্পাদক তপন রাজবংশী,দানিয়াপাড়া শ্মশানঘাট কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুব্রত দেবনাথ,ডাঃ রনবীর ঘোষ,এনসি কর্মকার,ইকবাল হোসেন, এডভোকেট আবু সাঈদ  প্রমুখ। 

উল্লেখ্য  গত শুক্রবার রাতে রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া গ্রামে দানিয়াপাড়া শ্মশানঘাট মন্দিরে শ্রী শ্রী কালী মন্দিরের  কালী প্রতিমাসহ ৬টি প্রতিমা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা । সংবাদ পেয়ে গত শনিবার সকালে মুন্সীগঞ্জ জেলার ডিসি কাজী নাহিদ রসুল,মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন,  মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) সুবীর দাস,সহকারি পুলিশ সুপার সিরাজদিখান সার্কেল মোঃ রাসেদুল ইসলাম, ওসি বোরহান উদ্দিন,সিরাজদিখান পূজা উদযাপন পরিষদ সভাপতি গোবিন্দ দাস পোদ্দার,মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী,ডাঃ রনবীর ঘোষ,ইকবাল হোসেন চোকদার,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক প্রমুখ ঘটনা স্থল পরিদর্শন করেছে ।