কোথায় প্রকৃত সুখ

প্রকাশ : 2021-05-09 10:41:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কোথায় প্রকৃত সুখ

একটি ডালে বসে দুটি পাখি
চুপিচুপি মনের কথা কয়,
তোমাকে এত কাছে পেয়েও 
তবু কেন আমার মনে এত ভয়?

হলুদ পাখি,
আঁখিতে আঁখি রেখে বললো
আমাদের এ ভালোবাসা নয়কো মিছে,
শুধু ভয় দুষ্টু মানুষ গুলোর
ওরা অপবাদ দেয় শুধু মিছেমিছে?

পুরুষ পাখি,
শুনেছি ভালোবাসা নাকী পবিত্র
স্বর্গ থেকে আসে,
তবে কেন বোকা মানুষগুলো
আমাদের দেখে মিছেমিছে হাসে?

হলুদ পাখি,
স্বার্থের নিশায় অন্ধ মানুষ
বোঝে নাকো কিছু,কোথায় প্রকৃত সুখ,
ধন-সম্পদ,মান-সম্মানে
শুধু রঙিন করে মুখ।

দুপচাঁচিয়া,বগুড়া।