কেরানীগঞ্জের অগ্নি দূর্ঘটনায় অবশেষে কেউই বেঁচে নেই

প্রকাশ : 2022-09-08 11:11:03১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কেরানীগঞ্জের অগ্নি দূর্ঘটনায় অবশেষে কেউই বেঁচে নেই

গত ৩০ আগস্ট কেরানীগঞ্জের মান্দাইল জেলেপাড়া এলাকার ওই পরিবারে মোমবাতি জ্বালাতে গিয়ে গ্যাসের চুলার লিকেজ থেকে শিশুসহ ছয়জন দগ্ধ হন। পরে সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ঢাকার কেরানীগঞ্জে একই পরিবারের শিশুসহ ছয়জন দগ্ধ হওয়ার ঘটনায় চিকিৎসাধীন ইয়াসিনও (১২) মারা গেছে। এ ঘটনায় চিকিৎসাধীন একে একে সবাই মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন।

তিনি জানান, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৭টায় সর্বশেষ বেঁচে থাকা ইয়াসিন নামে এক শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল। পরিবারের দগ্ধ ছয়জনই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।