কেমন হবে এই ঈদের ব্লাউজ, চলুন দেখে নেই

প্রকাশ : 2021-05-02 10:20:21১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কেমন হবে এই ঈদের ব্লাউজ, চলুন দেখে নেই

শাড়িতেই নারী। আর শাড়ির সাথে সুন্দর, মানানসই ব্লাউজের মেলবন্ধন একজন নারীকে করে তোলে বেশ আকর্ষণীয়। যুগের সাথে তাল মিলিয়ে ব্লাউজেও এসেছে বিবর্তন, আনা হয়েছে নকশা এবং কাপড়ের ধরনে পরিবর্তন।

চলুন তাহলে দেখে নেই কিছু নতুন ব্লাউজের ডিজাইন।

সুতি কাপড় দিয়ে জর্জেট লেইস লাগিয়ে তৈরি করতে পারবেন এরকম চমৎকার ব্লাউজ।

টপসের মতো ব্লাইজের প্রচলনও রয়েছে ব্যাপক।

ইচ্ছে মতো রঙের পাইপেন করিয়ে নিতে পারেন।

যদি কোনো টপস অনেক ঢিলাঢালা হয়ে থাকে তাহলে ভারী কোনো গয়না দিয়ে শাড়ির সাথে নিঃসন্দেহে পড়ে নিতে পারেন।

চলুন একটু পুরনো দিনে ফিরে দেখি। এ ধরনের ব্লাইজের প্রচলন এখন আবার শুরু করেছে জনপ্রিয়তা পেতে। বিশেষ করে তরুণীদের মাঝে।

পেছনে হুক দিয়ে সামনে বসিয়ে নিতে পারেন মোটা কোন লেইস অথবা আলাদা কোনো নকশা করা কাপড়।

বর্তমানে সবথেকে বেশি ফ্যাশনেবল হলো হাতের নকশা। বড় হাত প্রায় সকলেই এখন পড়ছেন। ব্লাউজেও এসেছে পার্থক্য।

এক রঙা কাপড়েও বানিয়ে নিতে পারেন সুন্দর এরকম ব্লাউজ।

চাইলে ব্লাউজের পেছনেও পছন্দমতো নকশা করে নিতে পারেন।

যা আপনাকে আরও বেশি সুন্দর করে তুলবে।

এখন অনেক চলছেও এরকম নকশার ব্লাউজ।

আপনি যদি একটু বেশি ফ্যাশন পাগল হয়ে থাকেন এবং ডীপ গলার পোশাকে ইতস্তত বোধ না করে থাকেন তাহলে এমন করে ডিজাইন করাতে পারেন আপনার উৎসবের পোশাকটির।

বোতাম কিংবা স্টোন বসিয়েও বানাতে পারেন।