কৃষক লীগের নেতাকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার দুই
প্রকাশ : 2022-02-09 18:42:02১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরের কালকিনিতে রাতের আঁধারে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার সকালে কালকিনি থানায় মামলাটি করেন নিহত মানিক সরদারের স্ত্রী শীমা খানম। দুপুরে মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল।
এর আগে গত মঙ্গলবার রাতে অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের বাড়িসহ অন্তত ১৮টি বসতঘর ও একটি ইটভাটায় আগুন দিয়েছে বিক্ষুব্ধরা।
গত ৭ ফেব্রয়ারী রাত ৮টার দিকে ফাঁসিয়াতলা থেকে বাড়ি ফেরার পথে পালরদী নদীর পাড়ে রাতের আঁধারে কৃষক লীগ নেতা মানিক সরকারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
বুধবার কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল জানান, নিহতের স্ত্রী বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ছাড়াও অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে মামলা করার পর আলীনগর ইউনিয়নের রাজারচর গ্রাম থেকে অনুকূল মুন্সির ছেলে আসামি অসীম মুন্সি ও তমিজ উদ্দিনের ছেলে মকবুল আলীকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি।
মামলার বাদী শীমা খানম বলেন, ‘ইউপি নির্বাচনের পর থেকেই আমার স্বামীকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন সাবেক চেয়ারম্যান। তার হুমুকেই আমার স্বামীকে হত্যা করা হয়েছে। যেদিন আমার স্বামীকে হত্যা করা হয়েছে, সেদিন থেকে মিলন সরদারকে পাওয়া যাচ্ছে না। তাকেও আসামি করা হয়েছে। অন্যদের নাম আপাতত বলা যাবে না। এই হত্যার কঠিন বিচার চাই।’
বাদীপক্ষের দাবি, দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিহত মানিক সরদার আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাহীদ পারভেজের পক্ষে কাজ করেন। এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাফিজুর রহমান মিলন সরদার প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।
এই হত্যাকান্ডের পেছনে মিলন সরদারের সম্পৃক্ততা আছে বলে নিহতের পরিবার দাবি করছে। হত্যাকান্ডের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।