কুড়িগ্রামে বানভাসী মানুষের মাঝে এসএসসি ৯৩ ব্যাচ সিরাজদিখানের ত্রাণ সামগ্রী বিতরণ 

প্রকাশ : 2022-07-02 20:48:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কুড়িগ্রামে বানভাসী মানুষের মাঝে এসএসসি ৯৩ ব্যাচ সিরাজদিখানের ত্রাণ সামগ্রী বিতরণ 

এসএসসি ৯৩ ব্যাচ  সিরাজদিখানের পক্ষ থেক কুড়িগ্রামের বন্যা কবলিত এলাকার বানভাসী মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।  মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এমন চিন্তাধারা থেকে বানভাসী মানুষের পাশে দাড়াতে ব্যাচটির প্রবাসী  ও দেশে অবস্থানরত বন্ধু মহলের  উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে কুড়িগ্রাম  জেলার কচাকাটা উপজেলার বল্লভের খাস, কচাকাটা ও নারায়নপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল,  লবন, স্যালাইন ও নাপা টেবলেট একটি প্যাকেটে করে বিতরন করা হয়। 

ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রমে এসএসসি ৯৩ সিরাজদিখান ব্যাচ বন্ধু মহলের  জাহিদ শিকদার, জয়ন্ত ঘোষ, সাইফুল ইসলাম দিপু, তরিকুল ইসলাম, আবু সুফিয়ান, সাইফুল ইসলাম নাসির, আরিফ রশিদসহ আরো বেশ কয়েকজন  সাহায্য সহযোগীতা করেন। এসএসসি ৯৩ সিরাজদিখান ব্যাচ বন্ধু মহল বলেন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এমন চিন্তাধারা থেকে একজন মানুষ হয়ে অন্য একজন মানুষের পাশে দাড়ানো একটি মানবিক দায়িত্ব। সেই দায়ীত্ববোধ থেকেই আজকে আমরা কুড়িগ্রামের বানভাসী মানুষের পাশে দাড়াতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। সাংবাদিকদের মাধ্যমে  দেশবাসীর উদ্দেশ্যে  মেসেজ দিতে চাই, সমাজের উচ্চবিত্ত মানুষ যাতে মানবিক দিক থেকে বাসভাসী মানুষের  পাশে এসে দাড়ায়।