কুমিল্লায় মন্দির ভাঙচুর: ১৭ আসামি রিমান্ডে
প্রকাশ : 2021-11-03 15:12:32১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কুমিল্লায় ঠাকুরপাড়া কালীগাছতলার কালিমন্দিরে ভাঙচুরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ১৭ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ।
বুধবার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৬ নম্বর আমলি আদালতের বিচারক চন্দন কান্তি নাথ তাদের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক সালাউদ্দিন আল মাহামুদ জানান, ১৮ আসামিকে আদালতে তুলে সাত দিন করে রিমান্ড চাওয়া হলে বিচারক ১৭ জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া এক আসামির বয়স ১৪ বছরের নিচে হওয়ায় তার বিষয়ে আদালত কি আদেশ দিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গত ১৩ অক্টোবর দুর্গাপূজার মধ্যে কুমিল্লার নানুয়া দীঘির পাড়ে দর্পন সংঘের পূজামণ্ডপে হনুমানের মূর্তির কোলে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন রাখা দেখে এলাকায় উত্তেজনা ছড়ায়। হামলা, ভাঙচুর চালানো হয় অন্তত আটটি মন্দিরে।
সেদিন কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকাতেও মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতয়ালি থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করে। পরে সিসিটিভির ফুটেজ দেখে ১৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।