কুমিল্লার হাসানপুর রেলস্টেশনে দুর্ঘটনা, ১৫ ঘণ্টায়ও শেষ হয়নি উদ্ধারকাজ
প্রকাশ : 2023-04-17 12:30:21১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশনে দুর্ঘটনাকবলিত সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ও মালবাহী ট্রেনের উদ্ধারকাজ ১৫ ঘণ্টায়ও শেষ হয়নি। কর্তৃপক্ষ বলছে, শিগগির উদ্ধারকাজ শেষ হবে। তবে নির্দিষ্ট করে তারা কিছু বলতে পারেনি।
দুর্ঘটনার পর লাকসাম ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে আসা দুটি রিলিফ ট্রেনের সহযোগিতায় উদ্ধারকাজ চলছে। তবে রবিবার (১৬ এপ্রিল) রাত ১০টার পর থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
নাঙ্গলকোট রেলওয়ের স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, দুর্ঘটনায় তিন ও চার নম্বর (লুফ) লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। মূল লাইন দুটির ক্ষতি না হওয়ায় রাত থেকে দুই দিকেরই ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। শিগগির উদ্ধারকাজ শেষ হবে।
তিনি জানান, রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাসানপুর রেলস্টেশনের চার নম্বর লুফ লাইনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনকে পেছন দিক থেকে ৭৭ কিলোমিটার বেগে ধাক্কা দেয় ঢাকা অভিমুখী বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। এতে দুমড়েমুচড়ে যায় ওই ট্রেনের ছয়টি বগি। দুই ট্রেনের মোট সাতটি বগি লাইনচ্যুত হয়। গুরুতর চারজনসহ আহত হন ৩৫ জন।
নাঙ্গলকোট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা দেবদাস দেব বলেন, দুর্ঘটনার খবর শুনে নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলার মেডিক্যাল টিম অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে হাজির হয়। দুর্ঘটনায় আহত ১৪ জন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, একজন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কয়েকজন স্থানীয় হাসানপুর বাজারে অবস্থিত ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চিকিৎসা নেন।