কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ইফতার বিতরণ
প্রকাশ : 2024-04-02 19:39:05১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। গত ১ এপ্রিল কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের উদ্যোগ বগুড়ার মাটিডালি বিমান মোড়ে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতারের আগ মুহূর্তে গাড়ির মালিক, চালক, হেলপার, বাস যাত্রী, রিকশা চালক ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
সেসময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের বগুড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী ও কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্বাস আলীসহ অন্যান্য কর্মকর্তা-পুলিশ ফোর্সবৃন্দ।