কিশোরগঞ্জের ভৈরবে ডোবায় মিললো নারীর মরদেহ
প্রকাশ : 2025-05-26 10:50:05১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে কিশোরগঞ্জের ভৈরবের শুম্ভপুর এলাকার ডোবায় মিললো অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ। তার আনুমানিক বয়স ৩০-৩৫ বছর।
রোববার (২৫ মে) বিকেলে উপজেলার শিবপুর ইউনিয়নের শুম্ভপুর এলাকার জরুর মোড় আওয়াল মেম্বারের বাড়ির ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের শুম্ভপুর জরুর মোড় এলাকার আওয়াল মেম্বারের বাড়ির পাশের একটি ডোবায় ২-৩ দিন যাবত স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধ পান। এর কারণ খুঁজতে গিয়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা আবদুল আল বাকের ঝলক বলেন, স্থানীয়রা ক’দিন ধরে ডোবা থেকে পচা দুর্গন্ধ পায়। তারা ভেবেছে ডোবায় কোনো পশু মারা গেছে। রোববার দুপুরের দিকে ডোবায় একজন কৃষক গাছের ডাল কাটতে গিয়ে দেখেন ক্ষতবিক্ষত এক নারীর মরদেহ পড়ে আছে।
ভৈরব থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক এমদাদুল কবির জানান, বিকেলের দিকে ৯৯৯-এ খবর পাই শুম্ভপুর জরুর মোড় এলাকায় একটি ডোবার পাশে অজ্ঞাত পরিচয়ের এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ পড়ে রয়েছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। তবে নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।
কা/আ