কালোবাজারীর নিকট থেকে টাকা নেওয়ার ঘটনায় রেলওয়ে থানার ওসি’র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
প্রকাশ : 2023-02-12 13:42:13১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রেলওয়ের টিকিট কালোবাজারীর নিকট থেকে টাকা গ্রহন করে ছেড়ে দেওয়ার ঘটনায় আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাকশী জেলা রেলওয়ে পুলিশ এক সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির প্রধান পাকশী রেলওয়ে পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার ফিরোজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি সকালে সান্তাহার রেলওয়ে কাউন্টারের সামনে থেকে ট্রেনের সহ ফরিদ হোসেন নামের এক টিকেট কালোবাজারিকে আটক করে সান্তাহার রেলওয়ে পুলিশ। পরে দুপুরে টিকিট কালোবাজারি ফরিদ হোসেনের কাছ থেকে ৩ হাজার ১২০ টাকা নিয়ে তাকে ছেড়ে দেয় সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন। তবে ওসি মোক্তার হোসেন কালোবাজারির কাছ থেকে টাকা গ্রহনের কথা অস্বীকার করেন। এবিষয়টি জানাজানি হলে গনমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আসলে পাকশী রেলওয়ে জেলা পুলিশ বিষয়টি তদন্তে রেলওয়ে পাকশী সার্কেলের সহকারি সিনিয়র পুলিশ সুপার ফিরোজ আহম্মেদকে তদন্ত কমিটির প্রধান করে একটি কমিটি গঠন করে। পাকশী রেলওয়ে সার্কেলের সহকারি সিনিয়র পুলিশ সুপার ফিরোজ আহম্মেদর সাথে গতকাল শনিবার এ বিষয়ে কথা হলে তিনি বলেন,আগামী ১৫ অথবা ১৬ ফেব্রুয়ারি এই বিষয়ে তদন্ত শুরু হবে।