কালকিনি উপজেলা ও পৌরসভা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের চারটি কমিটি গঠন
প্রকাশ : 2022-11-12 15:07:27১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এবং একই সময় পূজা উদযাপন পরিষদ মাদারীপুরের কালকিনি উপজেলা ও পৌরসভা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় চারটি কমিটি গঠন করা হয়। এতে উপজেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হিসেবে মাখন লাল বল ও সাধারন সম্পাদক গৌতম পোদ্দার, পৌর শাখার সভাপতি হিসেবে ভবতোষ দত্ত, সাধারন সম্পাদক সুরেশ গাইন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি হিসেবে শ্যামা প্রসাদ পাল, সাধারন সম্পাদক প্রমথ মন্ডল, পৌরসভা পূজা উদযাপন কমিটির সভাপতি কিশালয় হাওলাদার ও সাধারন সম্পাদক শ্যামল বাড়ৈর নাম ঘোষনা করা হয়। শুক্রবার সন্ধ্যার পরে উপজেলার শিকারমঙ্গল এলাকার বটতলা শিব মন্দির চত্বরে এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হয়েছে। এসময় প্রধান শিক্ষক হরিপদ দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বাসুদেব ধর, সাংগঠনিক সম্পাদক হরিচাদ মন্ডল,দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার, জেলা কমিটির সভাপতি প্রানতোষ মন্ডল, যুগ্ন সম্পাদক বিশ^জিৎ বৈদ্য নাদিম ও জেলা কমিটির সাধারন সম্পাদক সন্তোষ কুমার পাল প্রমুখ।