কালকিনির রমজানপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ
প্রকাশ : 2022-10-02 19:31:17১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ দুলাল হোসেন বেপারী ও তার পরিবারের সদস্যদের নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় আজ রোববার সকালে ওই আওয়ামী লীগ নেতা বাদী হয়ে থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। তবে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় দলীয় নেতা-কর্মিরা।
ভূক্তভোগী পরিবার ও ডায়েরি সুত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা দুলাল হোসেন বেপারীর মালদ্বীপ প্রবাসী ছেলে বি.এম সোহান হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি কেবা-কাহারা হ্যাক করে সম্প্রতি মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আব্দুস সোবহান গোলাপকে নিয়ে আপত্তিকর কথা তার ফেসবুকে আপলোড করে। এবং রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের বাদশা রাড়ীর সৌদি প্রবাসী ছেলে ফাইজুল ইসলাম বাবু তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দুলাল বেপারীর পরিবারের ছবি ব্যবহার করে এমপিকে নিয়ে ওই লেখাটার স্কিন সর্ট দিয়ে আপলোট করে। আসলে একটি কু-চক্রি মহল আওয়ামী লীগ নেতা দুলাল হোসেনকে ও তার পরিবারকে সমাজে হেয় পতিপন্ন করার জন্য ও রাজনৈতীক দ্ব›দ্ব সৃষ্টি করার লক্ষ্যে এমন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেন ওই আওয়ামী লীগ নেতা। এদিকে ষড়যন্ত্রকারীদের বেড় করে আইনের আওতায় এনে বিচারের দাবীতে থানায় একটি সাধারন ডায়েরি করেছেন দুলাল হোসেন বেপারী।
আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ দুলাল হোসেন বেপারী অভিযোগ করে বলেন, আমি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছি। তাই একটি কু-চক্রি মহল আমার ও আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি এ ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং আমি এর বিচার চাই।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন, আওয়ামীলীগ নেতা দুলাল হোসেন ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।