কালকিনিতে হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

প্রকাশ : 2025-11-20 18:01:57১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কালকিনিতে হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

মাদারীপুরের কালকিনিতে মোঃ সাইফুল ইসলাম মুন্সী-(২০) নামে এক সৌদি প্রবাসী হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাঁশগাড়ী-লক্ষীপুর সড়কের শ্নানঘাটা নামকস্থানে নিহতের বাড়ির সামনে স্থানীয় এলাকাবাসী ও নিহত পরিবারের উদ্যেগে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রায় দুই শতাধীক জনসাধারনের অংশ গ্রহনের মধ্যেদিয়ে এ কর্মসূচী পালন করা হয়। নিহত সাইফুল ইসলাম শরীয়তপুরের ডামুড্যা থানার ধানকাঠি এলাকার পূর্বকান্দি গ্রামের সামসুল হক মুন্সীর ছেলে। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচিতে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতন, নিহতের বাবা শামচুল হক মুন্সী, নিহতের চাচা দেলোয়ার মুন্সী, কাঞ্চন, রমজান, রহিম হাওলাদার, ইউনুস, নিহতের মামা মিরাজ, ভাই রুস্তম ও ভাবি আরিফা আক্তার প্রমুখ। বিক্ষোভকারীরা এই হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামিদের ফাঁসির দাবি জানান। 

উল্লেখ্য নিখোঁজের তিনদিন পরে গত শুক্রবার সকালে কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সূর্য্যমনি বাজারের পাসের একটি পুকুর থেকে নিহত ওই প্রবাসীর লাশ উদ্ধার করেন কালকিনি থানা পুলিশ। পরে এই ঘটনায় নিহতের মা মাছুদা বেগম বাদী হয়ে জাহীদ কাজীর নাম উল্লেখ করে ২/৩ জন অজ্ঞাত নামা আসামী করে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে র‌্যাবের সহযোগীতায় কালকিনি থানা পুলিশ এজাহারভূক্ত আসামী জাহিদ কাজীসহ দুইজনকে ঢাকার কলাবাগানের একটি বাসা থেকে পলাতক অবস্থায় তাদেরকে গ্রেফতার করেন। 

মামলার বাদী ও নিহতের মা মাছুদা বেগম কান্না জরিত কণ্ঠে বলেন, আমার ছেলে হত্যাকারীদের ফাঁসির দাবি জানাই। তিনি আরো বলেন, আমি মামলা করায় আসামি পক্ষের লোকজন আমাকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধামকী প্রদান করে আসছে। 

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে.এম সোহেল রানা জানান, নিহত সাইফুল ইসলামের মায়ের দায়ের করা মামলায় এজাহারভূক্ত প্রধান আসামী জাহিদ কাজীকে এবং বোরহান নামক এক জনকে গ্রেফতার করা হয়েছে।